আমার সোনাবুড়ি💞
আমি গুছিয়ে বা কেমন যেন বই বা উপন্যাস এ পড়া চিঠির মতো গুছাইয়া লিখতে পারিনা সোনা। তুমার চিঠি ভাল্লাগে তাই লিখতেছি। যখন লিখতেছি এখন এমন কি সারাদিন বুক থমে থমে ভাব লেগে আছে গলায় কেমন যেন কান্না আটকে আছে। কেমন যেন একটা অনুভূতি বলে বুঝানোর মতো না চোখ মুছতেছি বার বার। সারাদিন কতো কি কতো স্মৃতি মনে পরে এই তো সেদিন সাইনবোর্ড দারায় আছি তুমি আচমকা এলে বললে আমাকে নাকি তুমার জামাই তুমার জামাই লাগে। তার পর এক সাথে টিএসসি গেলাম পরে নিউ মার্কেট। আবার তুমারে নিয়ে বাড়ি আসলাম তুমি কাধে, বুকে মাথা রেখে শুইছো আমি বরাবর এর মতোই মাথায় একটু পর পর কিসি দিছি। তুমার লিপ স্টিক এর দাগ এর সেই ১০ টাকা এখনো আমার ওয়ালেট এ আছে। তুমার দেয়া ফুল চিঠি সব এখনো যত্নে রাখা। কতো স্মৃতি এসব ছিড়ে যাইয়োনা🙂। পারবা যাইতে?। আমি জানি আমি সাধারণ বিএফ দের মতো অতো রোমান্টিক না অতো টা সময় ও দেই না। রাগ ও দেখাই ফেলি, যাচ্ছে তাই বলি আমিও। এতো অভিমান কইরোনা।
জানো? আমি এখন সব টা সময় মোবাইলের প্রতি টা নোটিফিকেশন আসলেই চেক করি এই বুঝি তুমি টেক্সট দিলা। কাল সন্ধায় জানো হট স্পট অন করছি আরেক ফোনে নোটিফিকেশন আসছে কয়েক সেকেন্ড এর জন্য এতো খুশি হইছি পরে দেখি আগের ই টেক্সট নেট কানেকশন পেয়ে নোটিফিকেশন আসছে।
আমি অইদিন এলার্ম দিয়ে রাখছিলাম পরে তরি ঘড়ি করে ঘুম ভাংছে উঠে দেখি ১২:২৬ বাজে, উইশ করছি মাত্র তুমি অভিমান করে ব্লক দিলা আমার ও রাগ লাগছে টেলিগ্রামে যা না তাই বলছি তার জন্য মাফ করো। জানি বার্থডে বছরে একবার ই আসে। আমিও ভেবে রাখছি উইশ করে খোলায় গিয়ে মিস্টি করে কথা বলে কত্ত গুলা ভয়েস দিবো। কেনো এমন হলো কেনোই তুমি এতো অভিমান করলে এতো তীব্র অভিমান করবে বুঝিনাই বাবুই🙂
আমি জানি এই রিলেশন এ আমার ফল্ট কতো আমি কয়েকবার বিয়ে কথা বলেও পারিনি। কেনো করবো না বলো? কে না চায় তার ভালোবাসার মানুষ টার সাথে সারা জীবন কাটাতে। এখনকার পোলাপান প্রেম করে ৬ মাস ১ বছর প্রেম করে বিয়ে করে ফেলে এক্সাইটমেন্ট থাকতে থাকতে আমিও অমন ই চাইতাম তাই ই চাই। ২.৫ বছর পেরিয়ে গেছে। আমার বিয়ে টা সম্পুর্ন আমার উপর আম্মা ২ দিন ধরে বলতেছে বিয়ে করে ফেল সেই মেয়ে আছে এখনো?। আমি বলছি আমার ইচ্ছে এটলিস্ট বাসা টা আমার মন মতো এমন সাজাতে চাই পরে বিয়ে করবো। ওদের বাড়ি থেকে মানুষ আসলে তো দেখবে কেমন কি।
জান আমার আমার কেও নেই তুমি ছাড়া। আমি জানি তুমিও ভালোবাসো আমারে তুমার কস্ট লাগছে। হ্যা লাইফ কারোর জন্য ই কারোর হয় তো থেমে থাকে না। তবে এই লম্বা সময় এর স্মৃতি ভুলে যেতে পারবা। সোনা আমার? আমি তিল পরিমান তুমাকে ভ্যালু লেস ফিল করাবোনা। আমি সব টা সময় খেয়াল রাখবো। হ্যা আগে হয় তো করেছি। বাট তুমি এতো টা তীব্র ভাবে অভিমান করো পুরো রিলেশন আগে দেখি নি এমন টা। জান তুমি চাইলেই অন্য কারোর সাথে যতো টা আমার সাথে ছিলে।এমন হতে পারবে না আমিও পারবোনা। প্লিজ জান ফিরিয়ে দিও না🙂 প্লিজ পায়ে পরি🙂 কেদে দিছি লেখতে লেখতে। জান আমার আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তুমারে হয় তো যতো টা বাসি অতো শো আপ করতে পারিনা। পারবোনা সোনা আমার আমি পারবোনা আমি জানি তুমিও আমারে ভালোবাসো ততোটাই। প্লিজ জান ফিরিয়ে দিও না।আমাদের এখনো বিয়ে করা বাকি।
তুমার
সিওওও সোনা💞